বন্দর এলাকার তৃণমূল নেতা মুন্না ও তাঁর কাউন্সিলর ছেলের বিরুদ্ধে কী অভিযোগ? ঘটনাস্থল থেকে জানালেন এবিপি আনন্দর প্রতিনিধি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
16 Dec 2017 08:36 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বন্দর এলাকায় ফের তৃণমূল নেতা মহম্মদ ইকবাল ওরফে মুন্না এবং ১৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাঁর ছেলে সামস ইকবালের তাণ্ডবের অভিযোগ। নবাব ওয়াজিদ আলি শাহের এক বংশধরের দাবি, গতকাল ওই দু’জন তাঁকে বেধড়ক মারধর করেন। আসিফ আলি মির্জা নামে পেশায় শিক্ষক ওই ব্যক্তি জানিয়েছেন, মারধরের সময় তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। গার্ডেনরিচ এলাকার আসিফের ৫ বিঘা ১১ কাঠা জমি রয়েছে। ওই জমি ওয়াকফের সম্পত্তি। তাঁর অভিযোগ, ওই সম্পত্তি দখলের জন্য গতকাল তাঁর উপর মুন্না এবং তাঁর ছেলে চড়াও হন। আটকে রেখে তাঁকে সাদা কাগজে সই করে দিতে বলা হয় বলেও অভিযোগ। কয়েক বছর আগে গার্ডেনরিচ এলাকায় পুলিশ খুনের সঙ্গে নাম জড়িয়েছিল মুন্নার। আসিফের দাবি, সেই ঘটনা উল্লেখ করে অভিযুক্তরা তাঁকে ভয় দেখান। এই নিয়ে স্থানীয় থানার বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করেছেন তিনি। আজ বিষয়টি নিয়ে ডিসি বন্দরের কাছে অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সামস ও মুন্না।