Eknath Shinde : দল ভেঙেও ছিনিয়ে আনা যায় সাফল্য়, মহারাষ্ট্রে দেখিয়ে দিলেন একনাথ শিন্দে
ABP Ananda LIVE : দল ভেঙেও ছিনিয়ে আনা যায় সাফল্য়। মহারাষ্ট্রে দেখিয়ে দিলেন একনাথ শিন্দে। ২০১৯ সালে বিধানসভা ভোটে সবথেকে বেশি আসন পেলেও, কুর্সিতে বসতে পারেনি বিজেপি। কিনতু, তারপর শিন্দের বিদ্রোহে, শিবসেনায় ভাঙনের জেরে তা সম্ভব হয়। আড়াই বছর সরকার চালিয়ে এবার ভোটেও মহারাষ্ট্রবাসীর আস্থা অর্জন করতে সক্ষম হল তারা? বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, এরাজ্য়েও কি বিজেপিকে ক্ষমতায় আসতে গেলে কোনও শিন্দে খুঁজতে হবে?
আরও খবর...
উপনির্বাচনেও ভরাডুবি, বিজেপিতে পরিবর্তনের ডাক দিলীপের। 'উপনির্বাচনের রেজাল্ট কী হবে, আগে থেকেই জানা ছিল। দলের কাজ করার পদ্ধতি পাল্টানো দরকার। বিজেপির সংগঠনে পরিবর্তন দরকার। উনিশের ভোটে মেদিনীপুরে লিড দিয়েছিলাম। লোকসভা থেকে উপনির্বাচন, বিজেপি ভাল ফল করতে পারছে না। ছাব্বিশের জন্য নতুন করে লড়াই শুরু করতে হবে', বললেন দিলীপ ঘোষ।
আর জি কর মেডিক্যালে মর্গের ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক। জোড়া ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পর তদন্তের নির্দেশ হাসপাতাল কর্তৃপক্ষের। আর জি কর মেডিক্যালের রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, ময়নাতদন্তের সব কাজই করছেন মর্গ অ্যাসিস্ট্যান্ট।