ক্রিকেট বেটিং চক্রের পর্দাফাঁস, কলকাতা গুণ্ডা দমন শাখার জালে ৭ অভিযুক্ত
souravp@abpnews.in | 21 Jun 2019 11:43 AM (IST)
অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ ম্যাচে ক্রিকেট বেটিং! শহর কলকাতার বিভিন্ন জায়গায় বেটিংয়ের খবর পায় কলকাতা গোয়েন্দা গুণ্ডাদমন শাখা। এরপর বিভিন্ন জায়গায় তল্লাশি করে ৭ জনকে গ্রেফতার করে তাঁরা। বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক হয়েছে ল্যাপটপ, মোবাইল।