চেন্নাইয়ে ১৫০ কিমি বেগে আছড়ে পড়তে চলেছে ভরদা, জারি হাই অ্যালার্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Dec 2016 01:39 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
দুপুর দেড়টা নাগাদ ১৫০ কিলোমিটার বেগে চেন্নাইয়ে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘ভরদা’। উত্তর তামিলনাড়ু ও দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে বয়ে যাবে এই ঘূর্ণিঝড়। দুটি রাজ্যেই জারি হয়েছে হাই অ্যালার্ট। ইতিমধ্যেই তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন চেন্নাই। বন্ধ ট্রেন ও বিমান চলাচল। শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। উপড়ে পড়েছে গাছ। উপকূলবর্তী এলাকা থেকে পাঁচ হাজার মানুষকে নিরাপদে উদ্ধার করে আনার জন্য শিবালিক ও কদমত নামে নৌবাহিনীর দুটি জাহাজকে পাঠানো হয়েছে। জাহাজে রয়েছে জল, খাবার ও কম্বল। রয়েছে চিকিত্সক ও ডুবুরিদের দল। ইতিমধ্যেই চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। বিপর্যয় মোকাবিলা বাহিনীর ৭টি দলকে তামিলনাড়ুতে, ৬টিকে অন্ধ্রপ্রদেশে ও ১টি দলকে পুদুচেরিতে মোতায়েন করা হয়েছে। সতর্কতা হিসেবে তামিলনাড়ু ও পুদুচেরিতে স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda https://www.abpananda.in