Bangladesh News: মেখলিগঞ্জে বন্ধ কাঁটাতার লাগানোর কাজ, থমথমে এলাকা

Bangladesh Update: সীমান্তে উস্কানি অব্য়াহত। এবার কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তে কাঁটাতার দিতে বাধা দিল BGB ও বাংলাদেশি নাগরিকরা। যদিও সেই বাধা উপেক্ষা করে, কাঁটাতার বসাতে এগিয়ে গেলেন ভারতীয় নাগরিকরা। বললেন, দেশরক্ষার জন্য় আমরা তৈরি। মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাঙ্কার বাংলাদেশের! সীমান্তে কাঁটাতারে কেন আপত্তি BGB-র? অবাধে অনুপ্রবেশের সুযোগ করে দিতেই কি কাঁটাতারে আপত্তি? মালদার বৈষ্ণবনগর সীমান্তে কাঁটাতার দিতে বাধা বিজিবির । আপাতত বন্ধ রয়েছে কাঁটাতার দেওয়ার কাজ। নৈরাজ্যের বাংলাদেশে ফের হিন্দুদের ওপর আক্রোশ। চট্টগ্রামের হাটহাজারি উপজেলায় ৩ টি মন্দিরে লুঠপাট। খোয়া গেছে প্রণামীর বাক্স, বিগ্রহের গয়না। লাগোয়া বাড়ি ভাঙচুরেরও চেষ্টা। দফায় দফায় বৈষ্ণবনগর সীমান্তে অশান্তি। বিএসএফের কড়া পাহারা, গুলির হুঁশিয়ারি বিজিবির। কাঁটাতার বসানো নিয়ে অশান্তি বিএসএফ-বিজিবির। ভারতীয় ভূখন্ডকে বিতর্কিত জমি বলে দাবি বিজিবির। মালদার বৈষ্ণবনগর সীমান্তে নতুন বাঙ্কার বাংলাদেশের! সীমান্তে কাঁটাতারে কেন আপত্তি BGB-র? অবাধে অনুপ্রবেশের সুযোগ করে দিতেই কি কাঁটাতারে আপত্তি?

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola