পাহাড়ে মোর্চার আন্দোলন আরও তীব্র, পিঠে টিউবলাইট ভেঙে বিক্ষোভ যুব মোর্চা সমর্থকদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Jun 2017 12:03 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
পাহাড়ে মোর্চার আন্দোলন আরও তীব্র। দার্জিলিঙের চকবাজারে পিঠে টিউবলাইট ভেঙে বিক্ষোভ যুব মোর্চা সমর্থকদের। আজ জিটিএ-র অধীনে থাকা ৪৫টি অঞ্চলে তাদের মিছিল করার কর্মসূচি রয়েছে। পাশাপাশি, রাজ্য সরকারের সঙ্গে সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ইতি টানার জন্য বিভিন্ন এলাকায় পোড়ানো হয় জিটিএ-র ত্রিপাক্ষিক চুক্তিপত্র। জিটিএ-র নির্বাচনে তারা কেউ অংশ করবে না বলেও মোর্চার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। শিলিগুড়ির পিনটেল ভিলেজেও চুক্তিপত্র পোড়ানোর কর্মসূচি রয়েছে। রাজ্যের পাশাপাশি কেন্দ্রের ওপর চাপ বাড়াতে আত্মাহুতি ও আমরণ অনশন কর্মসূচির কথা ঘোষণা করেছে যুব মোর্চাও। সব মিলিয়ে মোর্চার ডাকা সর্বাত্মক বনধের ১৩-তম দিনে পাহাড়জুড়ে ফের অস্বাভাবিক উত্তেজনা। এদিকে, সিংমারিতে গুলিতে মৃত্যুর ঘটনার তদন্তভার দেওয়া হয়েছে সিআইডি-কে।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in