ব্রাজিলে বাঁধের পাঁচিল ধসে এখনও ৪০ জনের মৃত্যুর খবর, নিখোঁজ আরও ৩০০ জন, বাড়তে পারে মৃতের সংখ্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jan 2019 12:21 PM (IST)
ব্রাজিলে বাঁধের পাঁচিল ধসে এখনও ৪০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও তিনশো জন। শুক্রবার দক্ষিণ পূর্ব ব্রাজিলে একটি লোহা খনি সংলগ্ন বাঁধের পাঁচিল ধসে পড়ে। বাঁধ ভেঙে মাটি এবং জলের স্রোতে ব্যাপক ক্ষতি হয়। ধ্বংস হয়েছে বেশ কয়েকটি বাড়ি। প্রায় কোমর সমান মাটি জমে গেছে এলাকায়। বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি হেলিকপ্টারে করে দুর্গতদের উদ্ধার করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।