প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2018 07:35 PM (IST)
প্রয়াত তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী করুণানিধি। চেন্নাইয়ের হাসপাতালে ডিএমকে প্রধানের প্রয়াণ। করুণানিধির বয়স হয়েছিল ৯৪ বছর। কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন করুণানিধি। তামিলনাড়ুর ৫ বারের মুখ্যমন্ত্রী ছিলেন করুণানিধি। সন্ধে ৬.১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। করুণানিধির মৃত্যুর খবরে কান্নায় ভেঙে পড়েন সমর্থকরা। প্রবীণ নেতার প্রয়াণে দেশের রাজনৈতিক মহলে শোকরে ছায়া। খবর পেয়েই চেন্নাই গেলেন মমতা। ট্যুইটে শোকবার্তা প্রধানমন্ত্রীর।