মদ-মাদক ও মোবাইলসহ ঢুকতে গিয়ে এবার হাতেনাতে পাকড়াও আলিপুর সেন্ট্রাল জেলেরই চিকিৎসক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
09 Jun 2018 12:33 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
জেলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। মদ-মাদক ও মোবাইলসহ আলিপুর সেন্ট্রাল জেলে ঢুকতে গিয়ে এবার হাতেনাতে পাকড়াও জেলেরই চিকিত্সক। অভিযুক্ত চিকিত্সক অমিতাভ চৌধুরীকে গ্রেফতার করেছে আলিপুর থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য কারা দফতরে। গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল আলিপুর সেন্ট্রাল জেলের গেটে দাঁড়িয়েছিলেন কারা দফতরের ডিআইজি বিপ্লব দাস ও জেল সুপার। রাত ১১টা নাগাদ জেলে ঢোকার সময় জেলের চিকিত্সক অমিতাভ চৌধুরীকে তল্লাশি করা হয়। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় নগদ ১ লক্ষ ৪৬ হাজার টাকা, ৩৫টি মোবাইল, ২৯টি চার্জার, ২ কেজি ২০০ গ্রাম গাঁজা, চার লিটার মদ, প্রচুর পরিমাণে রান্নার মশলা ও অসংখ্য ব্লেড। জেল সূত্রে খবর, ১০ বছরের বেশি সময় ধরে আলিপুর জেলে কাজ করছেন ওই চিকিত্সক। জেলে নিষিদ্ধ সামগ্রী সরবরাহ করে তিনি লক্ষ লক্ষ টাকা লাভ করেছেন। এই চক্রে জেল কর্মীদের একাংশ ও পুরনো বন্দিরা জড়িত বলে প্রাথমিক তদন্তে অনুমান।