ABP News

Agnimitra Paul: 'শুধু ভোটব্যাঙ্কের জন্য মুখ্যমন্ত্রী জেহাদিদের চটাতে চান না....', আক্রমণ অগ্নিমিত্রার | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Anana LIVE: 'সংবিধান, সংসদীয় ব্যবস্থা মানে না তৃণমূল' । 'সরস্বতী পুজোয় হামলা নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে' । 'সশস্ত্র পুলিশ, আইপিএস-দের দিয়ে পুজো করাতে হয়েছে' । 'সরস্বতী পুজোয় বাধাদান নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলাম' । 'সোমবার স্বরাষ্ট্র দফতরের দিন, চার বছর হতে চলল মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী কোনও প্রশ্ন নেন না' । 'সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি, কার্যবিবরণীর কাগজ ছিঁড়েছি' । 'বিজেপি বিধায়কদের টার্গেট করা হচ্ছে' । 'বিধানসভায় আজ না আসা সত্ত্বেও বিশ্বনাথ কারক সাসপেন্ড' । 'ওয়েলে না নামা সত্ত্বেও বঙ্কিম ঘোষ, অগ্নিমিত্রা পাল সাসপেন্ড' । 'বিরোধী দলনেতা না থাকলে, মুখ্যমন্ত্রীকে বয়কট করবে বিজেপি' । কাল বিধানসভায় মুখ্যমন্ত্রীর বক্তব্যের সময় বিধানসভার গেটে বক্তৃতা দেবেন বিরোধী দলনেতা' । 'এই রাজ্য সরকার আনসারুল বাংলার সরকার', মন্তব্য শুভেন্দুর

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram