যুবভারতীতে ফের জ্বলল মশাল, মরসুমের শেষ ডার্বির রংও লাল হলুদ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 27 Jan 2019 08:42 PM (IST)
আই লিগের প্রথম ডার্বির মতোই ফিরতি বড় ম্যাচেও মোহনবাগানকে উড়িয়ে দিল ইস্টবেঙ্গল। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে লাল-হলুদের হয়ে গোল করলেন স্যান্টোস কোলাদো ও জবি জাস্টিন। এই জয়ের ফলে আই লিগে খেতাবের লড়াইয়ে টিকে থাকল ইস্টবেঙ্গল।