চলতি মরসুমে কোনও ফুটবলার নিতে পারবে না ইস্টবেঙ্গল, সুখদেব সিংহ ট্রান্সফার বিতর্কে লাল-হলুদকে শাস্তি এআইএফএফের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2018 06:10 PM (IST)
চলতি মরসুমে কোনও ফুটবলার নিতে পারবে না ইস্টবেঙ্গল। ২০১৯-এর ৩১ জানুয়ারি পর্যন্ত ফুটবলার নিতে পারবে না। লাল হলুদকে শাস্তি এআইএফএফের। সুখদেব সিংহকে দলে নেওয়া নিয়ে বিতর্কের জেরে শাস্তি। ২০১৯ পর্যন্ত মিনার্ভায় চুক্তিবদ্ধ ছিলেন সুখদেব। কিন্তু, এবছরই সুখদেবকে নিয়ে আসে লাল হলুদ। নিয়ম মেনে মিনার্ভাকে ট্রান্সফার ফি না দেওয়ায় শাস্তি। শাস্তির মুখে ইস্টবেঙ্গল ক্লাব।