২৮ ফেব্রুয়ারি কাশ্মীরেই খেলতে হবে ইস্টবেঙ্গলকে, জানাল এআইএফএফ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Feb 2019 07:18 PM (IST)
২৮ ফেব্রুয়ারি কাশ্মীরেই আইলিগের ম্যাচ। ‘কাশ্মীরেই খেলতে হবে ইস্টবেঙ্গলকে’, লাল-হলুদকে জানাল এআইএফএফ। এর আগে ইস্টবেঙ্গল ই-মেল করে ফেডারেশনকে। ‘কাশ্মীরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন দলের কোচ। খেতাবি লড়াইয়ের ম্যাচে প্রভাব পড়তে পারে খেলায়’, ই-মেলে এআইএফএফকে জানিয়েছিল ইস্টবেঙ্গল।