সহকারী পিএফ কমিশনার রমেশ সিংহর বেনামি সম্পত্তির খোঁজে ফের ইডি-র তল্লাশি অভিযান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Jul 2018 03:09 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
সহকারী পিএফ কমিশনার রমেশ সিংহর বেনামি সম্পত্তির খোঁজে ফের ইডি-র তল্লাশি অভিযান। ইডি সূত্রে খবর, কয়েকজন আত্মীয়ের নামে বেশ কয়েকটি সম্পত্তি কিনেছেন সহকারী পিএফ কমিশনার। সেইসমস্ত সম্পত্তির খোঁজে সকাল থেকে চারু মার্কেটসহ তিনটি জায়গায় হানা দেন ২০-২৫ জন ইডি অফিসার। গতকাল দুর্নীতি মামলায় সহকারী পিএফ কমিশনারের স্ত্রী সঙ্গীতা সিংহকেও সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়।