পাঁশকুড়ায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে থেকে দেওয়া ডিম রান্না করতেই রাবারের মতো হয়ে যাওয়ার অভিযোগ, পাঠানো হল ল্যাবরেটরিতে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2018 10:48 PM (IST)
অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে দেওয়া হয়েছিল ডিম। কিন্তু বাড়িতে রান্না করতে যেতেই তা রবারের মতো হয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনা ঘিরে আতঙ্ক ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। পুলিশ ডিমগুলি পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠিয়েছে।