গোষ্ঠীদ্বন্দ্বের জের, দিনহাটায় দলীয় কার্যালয়ে আগুন, তৃণমূলকর্মীদের বাড়ি ভাঙচুর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Apr 2018 03:18 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কোচবিহারের দিনহাটা ১ নম্বর ব্লকে পুঁটিমারি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের। দলীয় কার্যালয়ে আগুন, তৃণমূলকর্মীদের বাড়ি ভাঙচুর। বেশ কিছুদিন ধরেই এই এলাকায় পঞ্চায়েত ভোটের প্রার্থী নিয়ে তৃণমূল ও যুব তৃণমূলের মধ্যে বিবাদ চলছিল। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে যুব তৃণমূলকর্মীরা তাদের দলীয় কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেয়। ২ তৃণমূল কর্মীর বাড়িও ভাঙচুর করা হয়। পাল্টা হামলার অভিযোগ যুব তৃণমূল কর্মীদের। এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন রয়েছে পুলিশ।