রাজীব কুমারের খোঁজে সিবিআই, আজ ফের নবান্নে গোয়েন্দারা- দেখুন আরও খবর ফটাফট
souravp@abpnews.in
Updated at:
16 Sep 2019 08:27 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরাজীব কুমারের খোঁজ পেতে নবান্নে সিবিআই। ডিজিকে জোড়া চিঠি। সূত্রের খবর চিঠিতে বলা হয়েছে, আজই রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা। তাঁকে সিজিওতে হাজির করা হোক। অন্যদিকে, সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তবের নিজাম প্যালেসের নিরাপত্তায় আরও ১ কোম্পানি সিআরপিএফ পাঠাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক।