ঢাকায় বহুতলে আগুন, এখনও পর্যন্ত মৃত ১৯
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2019 08:48 AM (IST)
বাংলাদেশের রাজধানী ঢাকায় ফের অগ্নিকাণ্ড। এবার বনানী এলাকার ২২ তলার একটি বহুতলে অগ্নিকাণ্ডের জেরে এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজন শ্রীলঙ্কার নাগরিক। আহতের সংখ্যা ৭০ ছাড়িয়েছে। গতকাল ওই বহুতলের সাত তলায় প্রথমে আগুনের হলকা দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের শিখা উপরের কয়েকটি তলায় ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সরু রাস্তা, আশপাশে জলের অভাব থাকায় আগুন নেভাতে দমকলকে সাময়িকভাবে সমস্যায় পড়তে হয়। সেদেশের সেনাবাহিনীও আগুন নেভাতে সাহায্য করে। গত মাসের ২০ তারিখ চকবাজারের চুড়িহাট্টায় একটি আবাসন ও রাসায়নিক গুদামে আগুন ছড়িয়ে পড়ায় ৭০ জনের প্রাণ গিয়েছিল।