হদিশ নেই নিখোঁজ ১০ মৎস্যজীবীর, কাকদ্বীপ বন্দরের সামনে বিক্ষোভ পরিজনদের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 17 Jun 2018 01:00 PM (IST)
৩ দিন পার। বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১০ মৎস্যজীবীর এখনও কোনও হদিশ নেই। উদ্বিগ্ন পরিজনরা তাই প্রশাসনিক উদাসীনতার অভিযোগে পথে নামলেন। আজ সকালে কাকদ্বীপ বন্দরের সামনে তাঁরা দফায় দফায় বিক্ষোভ দেখান। শ্রমিক ইউনিয়নের অফিস ঘেরাও করেন। গত ১৪ জুন বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার দুর্ঘটনার কবলে পড়েন ১৬ জন মৎস্যজীবী। ৬ জনকে উদ্ধার করা গেলেও, ৩ দিন ধরে হদিশ নেই বাকি ১০ জনের। ফলে উৎকণ্ঠা বাড়ছে পরিজনদের।