গড়িয়ায় মহিলাকে ধারাল অস্ত্রের কোপ, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে হামলা বলে অনুমান পুলিশের
souravp@abpnews.in | 24 Jul 2019 03:18 PM (IST)
গড়িয়ার সুভাষপল্লিতে মহিলাকে ধারাল অস্ত্রের কোপ। আক্রান্তের নাম রেহেনা খাতুন ওরফে রেখা বসু। পুলিশ সূত্রে খবর, আজ সকালে সঞ্জয় রায় নামে এক ব্যক্তি বাড়িতে ঢুকে ওই মহিলার উপর চড়াও হয়। দা দিয়ে কোপানোর সময় রক্তাক্ত অবস্থায় চিৎকার করতে করতে আক্রান্ত মহিলা বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ওই সময় স্থানীয়রা অভিযুক্তকে ধরে ফেলে। গুরুতর জখম মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তকে আটক করেছে বাশদ্রোণি থানার পুলিশ। বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে হামলা বলে অনুমান পুলিশের।