উচ্চ মাধ্যমিকে উজ্জ্বল কন্যারত্নরা, পাসের হারে ১৮টি জেলায় ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Jun 2018 08:35 PM (IST)
প্রথম দশের মেধা তালিকার সংখ্যায় পিছিয়ে থেকেও উচ্চ মাধ্যমিকে উজ্জ্বল কন্যারত্নরা। পাসের হারে ১৮টি জেলায় ছাত্রদের টেক্কা দিয়েছে ছাত্রীরা। মেয়েদের মধ্যে যুগ্ম প্রথম যাদবপুরের অভ্রদীপ্তা ও রানিবাঁধের অনিমা।