এমসিকিউ-এর ফলে যারা বই খুঁটিয়ে পড়ছে, তাঁদের সুবিধে হচ্ছে: উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী গ্রন্থন সেনগুপ্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 Jun 2018 08:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বর্তমান পাঠ্যক্রম ও প্রশ্নের ধরন সকল পড়ুয়াকেই সাহায্য করছে। এমসিকিউ-এর ফলে যারা বই খুঁটিয়ে পড়ছে, তাঁদের সুবিধে হচ্ছে। বহু ছাত্র ১০০ শতাংশ নম্বর পেয়েছে। এর জন্য সরকার ও তার সিলেবাসকে কৃতিত্ব দিতে হবে। পাশাপাশি পরিশ্রম তো রয়েইছে। আগে প্রচুর লিখতে হতো, তাতে নম্বর কমত। কলাবিভাগের বিষয়গুলি মূলত ধারণামূলক। ফলে একজনের ধারণা অন্যজনের সঙ্গে না-ও মিলতে পারে। কিন্তু, এমসিকিউ-এর ফলে সেই সমস্যার সমাধান হয়েছে। নম্বরও বেড়েছে। বললেন উচ্চ মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী গ্রন্থন সেনগুপ্ত।