কলকাতায় এলেন সনি, আই লিগে খেলবেন কি না কালই হবে চূড়ান্ত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2018 09:21 PM (IST)
সোমবার যেন মোহনবাগান সমর্থকদের কাছে সনি-বার। ভোর রাতে বিমানবন্দরে সনির জন্য উন্মাদনার সমুদ্র। মঙ্গলবার থেকে অনুশীলনে যোগ দেওয়ার কথা হাইতিয়ান তারকার। আই লিগের প্রথম ম্যাচ থেকেই কি দেখা যাবে হাইতিয়ান তারকাকে? মঙ্গলবারই হবে চূড়ান্ত।