৮৩-র মতো কাপ নিয়ে যাবে ভারতই, আত্মবিশ্বাসী সুধীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Jun 2019 03:05 PM (IST)
সচিনের কভার ড্রাইভ বাউন্ডারিতে আছড়ে পড়লেই বেজে উঠত তাঁর হাতের শাঁখ। সারা গায়ে আঁকা ভারতীয় তেরঙ্গা। ভারতীয় ক্রিকেটের সঙ্গে জনপ্রিয় হয়েছেন এই অনুরাগীও। তিনি সুধীর। এবার সাউদাম্পটনে হাজির হয়ে সুধীর বলছেন, ’৮৩-র মতো কাপ নিয়ে যাবে ভারতই