জাভায় বিমান দু্র্ঘটনায় মৃত ভারতীয় পাইলট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2018 08:33 AM (IST)
৬০০০ ঘণ্টা আকাশে উড়েছিলেন, ৭ বছরের কেরিয়ারে কোনও দুর্ঘটনার রেকর্ড নেই। কিন্তু প্রথম দুর্ঘটনা থেকেই নিজেকে বাঁচাতে পারলেন না ভারতীয় পাইলট ভব্য সুনেজা। জাকার্তা থেকে জাভা যাওয়ার পথে ১৮৯ জন যাত্রী সহ সলিল সমাধি প্যাঙ্গকাল পিনাংগামী লায়ন এয়ারের বিমানের।