মোদীর পরামর্শ মেনে পকোড়া বেচে ভডোডরার যুবকের আয় লক্ষাধিক টাকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Jun 2018 04:41 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরামর্শে অনুপ্রাণিত হয়ে ভডোডরার এক যুবক পকোড়ার ব্যবসা শুরু করেছিলেন। এখন তাঁর মাসে আয় লক্ষাধিক টাকা। ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়নের সদস্য ওই যুবক ভডোদরায় একটি পকোড়ার দোকান শুরু করেন। প্রত্যেক দিন তিন-চার ঘন্টায় ৩০০ কেজি পকোড়া বিক্রি করেন তিনি। এখন মাসে তাঁর আয় কয়েক লক্ষ টাকা। নারায়ণভাই রাজপুত নামে ওই যুবক কর্মহীন ছিলেন। শেষপর্যন্ত ভডোদরায় পকোড়ার ব্যবসা শুরু করেন। এখন শহরের বিভিন্ন প্রান্তে রয়েছে ৩৫ টি ফ্রাঞ্চাইজি। হিন্দি সাহিত্যের এই স্নাতক তাঁ স্টলের নাম দেন শ্রীরাম ডালবড়া সেন্টার। ব্যবসা শুরুর দুমাসের মধ্যেই সাফল্য পান তিনি। সকাল সাতটা থেকে ১১ টা পর্যন্ত প্রায় ৩০০ কেজি পকোড়া বিক্রি হয়।