কেরান সেক্টরে ভারতীয় সেনা টহলদারি দলের ওপর পাকিস্তানের ব্যাট-এর হামলা, জখম ৪ জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2018 11:56 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের বর্ডার অ্যাকশন টিম (ব্যাট)-এর হামলা। কূপওয়ারা কেরান সেক্টরে ভারতীয় সেনার এক টহলদার দলের ওপর হামলা চালিয়েছে ব্যাট। হামলাকারীদের গুলিতে চার জওয়ান গুরুতর জখম হয়েছেন বলে খবর।
এই হামলার পিছনে ব্যাট, না জঙ্গিরা অনুপ্রবেশ করে এই হামলা চালিয়েছে, সেব্যাপারে সেনা সূত্রে এখনও নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি।
জম্মু ও কাশ্মীরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহর দুদিনের সফরের সময়ই হামলার ঘটনা ঘটল।
উল্লেখ্য, কয়েকদিন আগেই পাকিস্তানের অনুরোধেই দুই দেশের ডিজিএমও-দের মধ্যে টেলিফোনে কথা হয়। দুই দেশ সংঘর্ষবিরতি চুক্তি অক্ষরে অক্ষকে মেনে চলার ব্যাপারে সহমত হয়েছিল। কিন্তু পাকিস্তান তাদের এ ধরনের কার্যকলাপে কোনও রাশ টানেনি। তাদের প্ররোচণামূলক কার্যকলাপ সমানে চলছে।