Ghatal Master Plan: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের রিপোর্ট পেশ কলকাতা হাইকোর্টে | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে রাজ্যের রিপোর্ট পেশ । কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে রিপোর্ট পেশ রাজ্যের । রিপোর্ট দেখে "অসন্তুষ্ট" প্রধান বিচারপতি । আগামী বর্ষার আগে কিছু তো করুন, এখনই শুরু না করলে কিছুই করতে পারবেন না, মন্তব্য প্রধান বিচারপতির । এই রিপোর্টে লেখা আছে যে বন্যার পর আপনারা কটা শাড়ি, বিছানার চাদর, লুঙ্গি, শিশু খাদ্য বিতরণ করেছেন' । 'বিপর্যয় মোকাবিলা কীভাবে করেছেন সেটা লেখা আছে' । কিন্তু মাস্টার প্ল্যান কীভাবে কার্যকর হবে বা কীভাবে এই বন্যা প্রতিরোধ করা হবে তার বিষয়ে কিছুই লেখা নেই, মন্তব্য প্রধান বিচারপতির । 'এই কাজ করতে গেলে আপনাদের অনেক কাজ করতে হবে' । 'যন্ত্র কোথায় বসবে ? কতজনকে পুনর্বাসন দিতে হবে ? এলাকা দখল মুক্ত করতে হবে, এই সব তথ্য কোথায় ?, প্রশ্ন প্রধান বিচারপতির । প্রতিকারের চেয়ে প্রতিরোধ ভালো, মন্তব্য প্রধান বিচারপতির
৬ সপ্তাহের মধ্যে ফের রাজ্যের রিপোর্ট তলব । ঘাটাল মাস্টার প্ল্যানের বাস্তবায়ন চেয়ে দায়ের হয় জনস্বার্থ মামলা, সেই মামলায় এই নির্দেশ