''বেবি পাওডারে ক্ষতিকারক রাসায়নিক'' দাবি এফডিএ রিপোর্টে, স্বেচ্ছায় ৩৩ হাজার বোতল বেবি পাওডার বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ জনসন অ্যান্ড জনসনের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 22 Oct 2019 03:28 PM (IST)
অল্পমাত্রায় হলেও বেবি পাওডারে মিলেছে ক্ষতিকারক রাসায়নিক। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের এই রিপোর্টের পরই, বেবি প্রোডাক্ট প্রস্তুতকারক সংস্থা জনসন অ্যান্ড জনসন স্বেচ্ছায় ৩৩ হাজার বোতল বেবি পাওডার বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে। সবদিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি