প্রবেশিকার দাবিতে যাদবপুরে অনশনে পড়ুয়ারা, আচার্যের পরামর্শ চাইল কর্তৃপক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Jul 2018 08:39 PM (IST)
প্রবেশিকার দাবিতে যাদবপুরে অনশনে পড়ুয়ারা। চাপের মুখে বৈঠক ডাকার জন্য আচার্যের পরামর্শ চাইল কর্তৃপক্ষ। যদিও রাজভবনের তরফে এখনও কোনও চিঠি মেলার সত্যতা স্বীকার করা হয়নি। আচার্যের দ্বারস্থ হতে চান পড়ুয়া ও জুটা।