ফের উত্তরপ্রদেশে ট্রেন দুর্ঘটনা, ডাম্পারে ধাক্কা মেরে লাইনচ্যুত কৈফিয়ত এক্সপ্রেসের ১০ কামরা, জখম ৭৫
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
23 Aug 2017 11:42 AM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
উত্তরপ্রদেশের অওরিয়ায় দিল্লিগামী ক্যাইফিয়ত এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়ার ঘটনায় রেলের বিরুদ্ধে বড়সড় গাফিলতির অভিযোগ উঠছে। সূত্রের খবর, রাত ২টো পঞ্চাশ নাগাদ, পাটা ও আচলদা স্টেশনের মাঝে রেললাইনের ওপরে উল্টে পড়েছিল বালিবোঝাই একটি ডাম্পার। সেইসময় ওই লাইনে চলে আসে ক্যাইফিয়ত এক্সপ্রেস। ডাম্পারকে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের দশটি কামরা। কমপক্ষে ৭৫ যাত্রী আহত হন। এদেরমধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। রেলসূত্রে খবর, ওই জায়গায় রেলের ডেডিকেটেড ফ্রেট করিডরের কাজ চলছে। সেইকাজের জন্যই বালি নিয়ে আসছিল ডাম্পারটি। কিন্তু কীভাবে সেটি উল্টে গেল, এবং লাইনে একটি ডাম্পার উল্টে পড়ে রয়েছে, সেইখবর কেন ট্রেনের চালক ও গার্ডকে দেওয়া হয়নি, তা নিয়েও উঠছে প্রশ্ন। এর আগে শনিবার মুজফ্ফরনগরে উত্কল এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ২২ জনের মৃত্যু হয়।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in