Kanchenjunga Express: চালকের ভুলে নয়, ট্রেন পরিচালন ব্যবস্থার গলদে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে, দাবি রেলের রিপোর্টে
Continues below advertisement
'কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা ঘটেছে ট্রেন পরিচালন ব্যবস্থার গলদে', চালকের ভুলে ঘটেছে দুর্ঘটনা, রেলের এই তত্ত্ব খারিজ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে। ট্রেন চালকদের যা নথি দেওয়া হয়েছিল, তা যথেষ্ট ছিল না, জানা গিয়েছে রিপোর্টে। ওই সেকশনে ট্রেন চালানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণও দেওয়া হয়নি চালকদের, প্রকাশ রিপোর্টে। ওয়াকি টকির মতো গুরুত্বপূর্ণ ডিভাইসও ছিল না, উল্লেখ কমিশনার অফ রেলওয়ে সেফটির রিপোর্টে। ওই সেকশনে ট্রেনের স্পিড লিমিট নির্দিষ্ট করা বলা ছিল না, রিপোর্টে প্রকাশ। গত জুনে দুর্ঘটনার পরেই রেল বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছিল, মালগাড়ি চালকের ভুলে ঘটেছে দুর্ঘটনা।
Continues below advertisement
Tags :
Rail Accident TRAIN Accident Kanchenjunga Express Sealdah Kanchanjungha Express North Bengal Train News