বাংলাদেশের মা যশোরেশ্বরী মন্দিরে কালী পুজো, গর্ভগৃহে আমাদের প্রতিনিধি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Nov 2018 04:06 PM (IST)
সতীর একান্ন সতীপীঠের মধ্যে কয়েকটি রয়েছে বাংলাদেশে। যার মধ্যে অন্যতম মা যশোরেশ্বরী। বাংলাদেশের সাতক্ষীরা জেলার ঈশ্বরীপুরে মা যশোরেশ্বরীর মন্দির।এখানে পীঠ-ভৈরবের নাম চণ্ড। ৫০০ বছরেরও পুরনো এই মন্দির। আগের মতো পুজোর জাঁকযমক না থাকলেও এখনও পুজো ঘিরে বসে মেলা। মা কালীর পুজো ঘিরে মিলেমিশে একাকার হয়ে যান সব ধর্মের মানুষ।