বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত, ঋষভ পন্থকে টপকে সুযোগ পেলেন দীনেশ কার্তিক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Apr 2019 04:12 PM (IST)
ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত। দলের ১৪টি নাম প্রত্যাশিত হলেও শেষ ল্যাপে ঋষভ পন্থকে টপকে দলের ১৫ নম্বর জায়গাটি দখল করে নিলেন দীনেশ কার্তিক। ১৫ জনের ভারতীয় দলে রয়েছেন বিরাট কোহালি, রোহিত শর্মা, শিখর ধবন, কে এল রাহুল, মহেন্দ্র সিংহ ধোনি, কেদার যাদব, কুলদীপ যাদব, যজুবেন্দ্র চাহল, ভুবনেশ্বর কুমার, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সামি, হার্দিক পাণ্ড্য, বিজয় শঙ্কর, রবীন্দ্র জাডেজা, দীনেশ কার্তিক। উইকেট কিপার ও ফিনিশার হিসেবে ভাল পারফরম্যান্সের জন্য দলে এলেন কার্তিক, জানালেন নির্বাচন কমিটির প্রধান।