ভারতের ফুটবল দলকে সমর্থনের আর্জি কোহলির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Jun 2018 02:32 PM (IST)
ভারতের ফুটবল দলকে সমর্থনের আর্জি কোহলির। এর আগে ভারতীয় ফুটবলের দলের অধিনায়ক সুনীল ছেত্রী এই আর্জি জানিয়েছিলেেন। তিনি ভারতীয় ফুটবল দলের ম্যাচ দেখার জন্য প্রত্যেকের কাছে আবেদন জানিয়েছেন। কয়েকদিন পরেই শুরু ফুটবলবিশ্বকাপ। তার আগে ফিফা র্যাঙ্কিংয়ে ভারত ৯৭ তম স্থানে উঠে এসেছে।