মহেশতলায় তিন নম্বরে বামেরা, শমীক লাহিড়ির উল্টো পথে হেঁটে ‘ছাপ্পা ভোটের তত্ত্ব’ বিমান বসুর, কেরলের চেঙ্গান্নুর বিধানসভা কেন্দ্রে ভোট বাড়িয়ে জয় সিপিএম প্রার্থীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 May 2018 11:51 PM (IST)
মহেশতলায় দুই থেকে তিনে নামল বামেরা। শমীক লাহিড়ির উল্টো পথে হেঁটে ‘ছাপ্পা ভোটের তত্ত্ব’ খাড়া করলেন বিমান বসু। এখানে যখন বামেদের রক্তক্ষরণ অব্যাহত, তখন উল্টো ছবি কেরলে। সেখানকার চেঙ্গান্নুর বিধানসভা কেন্দ্রে ভোট বাড়িয়ে জিতলেন সিপিএম প্রার্থী।