৪ দিন বন্ধ থাকার পর ফের চালু হল মালদা থেকে শিলিগুড়িগামী বাস পরিষেবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Aug 2017 12:00 PM (IST)
৪ দিন বন্ধ থাকার পর ফের চালু হল মালদা থেকে শিলিগুড়িগামী বাস পরিষেবা। আজ মালদা থেকে কোচবিহার ও শিলিগুড়ি পর্যন্ত ৩০টি বাস চালানো হবে। বন্যা পরিস্থিতির জেরে বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বাসগুলিকে ঘুরপথে শিলিগুড়ি এবং কোচবিহার নিয়ে যাওয়া হচ্ছে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের এক আধিকারিক জানিয়েছেন, শিলিগুড়িগামী বাস বুনিয়াদপুর, রায়গঞ্জ এবং করণদিঘি হয়ে যাবে। এর জন্য অতিরিক্তি প্রায় ৩ ঘণ্টা সময় লাগবে বলেও জানিয়েছেন ওই আধিকারিক।
বিস্তারিত জানতে ভিডিওটি ক্লিক করে দেখুন।
http://www.youtube.com/abpanandaTV https://www.facebook.com/abpananda http://www.abpananda.abplive.in