তিলজলায় যুবকের রহস্যমৃত্যু, বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের
souravp@abpnews.in | 26 Jun 2019 04:40 PM (IST)
তিলজলায় যুবকের রহস্যমৃত্যু। বান্ধবীর সঙ্গে ঘর ভাড়া নিয়ে থাকতেন ওই যুবক। দুজনেই কাজ করতেন কল সেন্টারে। আজ সকালে যুবকের মৃতদেহ উদ্ধার। দেহের গলায় আঙুলের চিহ্ন, অভিযোগ পরিবারের। বান্ধবীর বিরুদ্ধে খুনের অভিযোগ পরিবারের। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু। ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে, জানাল পুলিশ।