একসঙ্গে দুই মহিলা নভশ্চরকে স্পেসওয়াক করিয়ে ইতিহাস গড়ল নাসা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Oct 2019 11:25 AM (IST)
একসঙ্গে দুই মহিলা নভশ্চরকে স্পেসওয়াক করিয়ে ইতিহাস গড়ল নাসা। ক্রিশ্চিনা কোচ ও জেসিকা মেইয়ার নামে দুই মহিলা নভশ্চর শুক্রবার ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে বেরিয়ে একটি ব্যাটারির চার্জার সফল ভাবে পরিবর্তন করেন। নাসার ভিডিওতে দেখা যাচ্ছে, ক্রিশ্চিনা কোচ প্রথমে স্পেস স্টেশন থেকে বের হন। এরপর তাঁর পিছনে টুল বক্স নিয়ে বের হতে দেখা যায় জেসিকা মেইয়ারকে। নাসার ইতিহাসে প্রথমবার দু’জন মহিলা নভশ্বর একসঙ্গে স্পেসওয়াক করলেন।