এখনও খোঁজ নেই বায়ুসেনার বিমান AN-32-র, খারাপ আবহাওয়ার কারণে ব্যাহত তল্লাশির কাজ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2019 12:12 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
এখনও খোঁজ নেই বায়ুসেনার বিমান AN-32-র। গত সোমবার অসমের জোড়হাট থেকে ওড়ার কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যায় বিমানটি। বায়ুসেনার বিমানটি মোট তেরোজন যাত্রী নিয়ে অরুণাচল প্রদেশের মেচুকার দিকে যাচ্ছিল। নিখোঁজ বিমানের খোঁজে একযোগে তল্লাশি চালাচ্ছে সেনাবাহিনী, বায়ুসেনা। তল্লাশিতে নামানো হয়েছে সুখোই-৩০, C 130J MI 17 হেলিকপ্টার। সাহায্য নেওয়া হচ্ছে ইসরোর। এদিকে, তল্লাশির বিষয়ে খোঁজ নিতে গতকালই প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহর সঙ্গে দেখা করে নিখোঁজদের পরিবার। তেসরা জুন দুপুর ১টার পর থেকে বিমানটির সঙ্গে এটিসির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বায়ুসেনার তরফে জানানো হয়েছে, খারাপ আবহাওয়ার কারণে তল্লাশির কাজ ব্যাহত হচ্ছে।