ইংল্যান্ডের গ্রেট টরিংটন শহরে ভগিনী নিবেদিতার মূর্তি উন্মোচন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 28 Jul 2019 12:57 AM (IST)
জন্মের সার্ধ শতবর্ষ উপলক্ষে ভগিনী নিবেদিতার মূর্তি বসল ইংল্যান্ডে। আজ ইংল্যান্ডের গ্রেট টরিংটন শহরে নিবেদিতার পারিবারিক সমাধিক্ষেত্রে মূর্তির আবরণ উন্মোচন করা হয়। উদ্যোক্তাদের দাবি, ভারতের বাইরে প্রথম বসল নিবেদিতার মূর্তি।