আধার-বিনা, আঁধারে পেনশন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
22 Jun 2018 09:06 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
কুষ্ঠ রোগে খসে গিয়েছে হাতের আঙুল। দিতে পারছেন না বায়োমেট্রিক তথ্য। আধার কার্ড না হওয়ায় pension বন্ধ অবসরপ্রাপ্ত ecl কর্মীর। আধার কার্ড ছাড়া কোনও কিছুই করা সম্ভব নয়, সাফ কথা ব্যাঙ্কের। ওপর মহলে জানানো হয়েছে, জানালেন এসডিও।