সংসদে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব গৃহীত, চ্যালেঞ্জ নিল কেন্দ্র,বললেন অনন্ত কুমার
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনয়াদিল্লি: সংসদের বাদল অধিবেশনে মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশ বিরোধীদের। বিরোধীদের সেই চ্যালেঞ্জ গ্রহণ করল মোদী সরকার। এই প্রস্তাবের নোটিস পেয়েছেন বলে জানিয়েছেন স্পিকার সুমিত্রা মহাজন। শুক্রবার এই নিয়ে তর্ক-বিতর্কে প্রস্তুত কেন্দ্র এবং বিরোধী, দুপক্ষই।
সংসদে যেসমস্ত বিরোধী সদস্যেরা অনাস্থা প্রস্তাব পেশ করেছেন প্রত্যেকের নামই ঘোষণা করেছেন স্পিকার। তেলেগু দেশম পার্টি, এবছর মার্চেই এনডিএ-এর ওপর থেকে সমর্থন তুলে নেয়। টিপিডির অভিযোগ ছিল বিশেষ প্যাকেজ থেকে বঞ্চিত অন্ধ্রপ্রদেশ। জিরো আওয়ারের সময় এই অনাস্থা প্রস্তাব পেশ করে টিডিপি-র প্রতিনিধিরা, জানিয়েছেন সুমিত্রা মহাজন।
সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার জানিয়েছেন, সরকার বিরোধীদের ছুঁড়ে দেওয়া এই চ্যালেঞ্জ গ্রহণ করছে। অনন্ত কুমারের দাবি, যেহেতু সংসদে দু-তিন শতাংশ সংখ্যাগরিষ্ঠতা কেন্দ্রের, তাই তাঁরাই জিতবেন।
তবে সংসদের বাজেট অধিবেশনের সময়ও অনাস্থা প্রস্তাব পেশ করেছিল টিডিপি। সেসময় প্রস্তাব গ্রহণ করেননি স্পিকার। কারণ বাজেট অধিবেশনে ওয়েলে নেমে ক্রমাগত বিক্ষোভ দেখানোর জেরে বাজেট অধিবেশন অচলাবস্থা তৈরি হয়েছিল।