স্কুল বাসে হামলার নিন্দা কেজরীবালের, বললেন, লজ্জাজনক, 'কাল রাতে ঘুমোতে পারিনি'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
25 Jan 2018 12:57 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
গতকাল গুরুগ্রামে জিডি গোয়েঙ্কা স্কুলের বাসে কার্ণি সেনার উন্মত্ত বিক্ষোভকারীরা হামলা চালায়। এই তাণ্ডবে স্কুলের ২০-২৫ জন খুদে পড়ুয়া কোনওক্রমে রক্ষা পেয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিবাল বলেছেন,এটা লজ্জাজনক, কাল রাতে ঘুমোতে পারিনি।