Fake Passport: গ্রেফতার পাসপোর্ট দুর্নীতির কিংপিন? ABP Ananda Live

ABP Ananda Live: পাসপোর্ট জালিয়াতির কিংপিন কি গ্রেফতার? পাসপোর্ট জালিয়াতির অন্যতম মাথা মনোজ গুপ্ত গ্রেফতার।বেহালার সখেরবাজারে ট্রাভেল এজেন্সির আড়ালে চলত পাসপোর্ট জালিয়াতির কারবার! । মোটা টাকার বিনিময়ে জাল নথি দিয়ে পাসপোর্ট তৈরি করে দিতেন মনোজ' । মনোজেরই এজেন্সিতে কাজ করতেন পাসপোর্ট-কাণ্ডে ধৃত দীপঙ্কর দাস । উত্তর ২৪ পরগনার চাঁদপাড়া থেকে মনোজকে গ্রেফতার করল লালবাজারের গোয়েন্দারা।

 

আকাশ থেকে সটান রানওয়েতে নেমে আসার কথা ছিল। সব ঠিকঠাকই চলছিল প্রথমে। কিন্তু হঠাৎই মাটি ছোঁয়ার মুহূর্তে রানওয়ে ছেড়ে ডানদিক ঘেঁষে এগোতে থাকে বিমানটি। তীব্র গতিতে গিয়ে ধাক্কা মারে সামনের দেওয়ালে। আর সঙ্গে সঙ্গে তীব্র বিস্ফোরণ। আগুনের গ্রাসে চলে যায় গোটা বিমান। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। সকাল সকাল দক্ষিণ কোরিয়ায় যে বিমান দুর্ঘটনা ঘটল, তার এমনই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola