শামি সম্পূর্ণ নির্দোষ, ওর বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য, প্রথমবার মুখ খুললেন পাক তরুণী আলিশবা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 18 Mar 2018 07:45 PM (IST)
মহম্মদ শামির সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন পাক তরুণী আলিশবা। দুবাইয়ের হোটেলে কীভাবে তাঁর দেখা হয় শামির সঙ্গে? কতটা সময় একসঙ্গে কাটান তাঁরা? এই সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন আলিশবা। তাঁর বক্তব্য, শামি সম্পূর্ণ নির্দোষ। তাঁর বিরুদ্ধে অসত্য অভিযোগ আনা হচ্ছে।