দেখুন: ছুরির আঘাতে রক্তাক্ত বীরভূমের বিজেপির জেলা সভাপতি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 03 Apr 2018 04:33 PM (IST)
ছুরিকাঘাতে রক্তাক্ত বিজেপির বীরভূম জেলা সম্পাদক। প্রশাসনিক ভবনের ভিতরেই ছুরি নিয়ে আক্রমণের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার শাসকদলের। পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণার পর জেলার বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছেন বলে বিজেপির জেলা সম্পাদক কালোসোনা মণ্ডলের অভিযোগ। এনিয়ে আলোচনা করতে আজ জেলাশাসকের দফতরে আসেন বিজেপির জেলা সম্পাদক। অভিযোগ, দফতর থেকে বের হওয়ার পর, ছুরি নিয়ে তাঁর উপর হামলা চালায় তৃণমূলকর্মীরা। রক্তাক্ত অবস্থায় এসপি-র অফিসে আশ্রয় নেন বিজেপির জেলা সম্পাদক।হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।