রাজ্যে নিপা-আতঙ্ক, সন্দেহজনক উপসর্গ দেখলেই সরকারকে জানানোর নির্দেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 May 2018 11:36 PM (IST)
রাজ্যে নিপা-আতঙ্ক। নির্ণয়ের পরিকাঠামো না থাকায় বাড়ছে শঙ্কা। সন্দেহজনক উপসর্গ দেখলেই সরকারকে জানাতে নির্দেশ জেলায় জেলায়। তৈরি করা হল বিশেষ দল।