রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক নিগ্রহকাণ্ডে আক্রান্তের আচরণ নিয়েই প্রশ্ন শিক্ষামন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 Feb 2018 06:30 PM (IST)
রাজাবাজার সায়েন্স কলেজের অধ্যাপক নিগ্রহকাণ্ডে আক্রান্তের আচরণ নিয়েই প্রশ্ন শিক্ষামন্ত্রীর। এদিন সায়েন্স কলেজের আক্রান্ত অধ্যাপককে ফোন করেন শিক্ষামন্ত্রী। পার্থর প্রশ্ন, শিক্ষক কেন রাজনৈতিক দলের মঞ্চ ব্যবহার করবেন? তাঁর মতে, ছাত্র শাস্তি পাবে, শিক্ষকের আচরণও যথাযথ হওয়া উচিত। বলেন, শিক্ষককে অপমান করা ঘৃণা করি, কিন্তু রাজনীতিকরণ সমর্থন নয়। সায়েন্স কলেজের অধ্যাপক নিগ্রহে মন্তব্য শিক্ষামন্ত্রীর।