অমিল জলাতঙ্কের প্রতিষেধক, বেলেঘাটা আইডি হাসপাতালে বিক্ষোভ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 May 2018 05:15 PM (IST)
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
অমিল জলাতঙ্কের প্রতিষেধক। বেলেঘাটা আইডি হাসপাতালে বিক্ষোভ রোগীর পরিজনদের। তাঁদের অভিযোগ, আগে থেকে তারিখ দেওয়ার পরেও আজ বেলেঘাটা আইডি হাসপাতালে গিয়ে অনেকেই এই প্রতিষেধক পাননি। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, জলাতঙ্কের প্রতিষেধকের সরবরাহ কমে যাওয়ায় কিছু ঘাটতি দেখা দিয়েছে। এদিকে, এর মাঝেই হাসপাতালের জরুরি বিভাগের এক ওয়ার্ড বয় নির্দিষ্ট একটি ওষুধের দোকানের নাম করে রোগীর পরিবারের সদস্যদের সেখান থেকে ভ্যাকসিন নিয়ে আসার কথা বলেন বলে অভিযোগ। এরপরই বেলেঘাটা আইডি হাসপাতালে বিক্ষোভ দেখান রোগী ও তাঁদের পরিজনরা।